ভারত বাংলাদেশ সীমান্তে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার

24th May 2021 6:37 pm মালদা
ভারত বাংলাদেশ সীমান্তে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার


দেবাশীষ পাল ( মালদা ) : ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ এর হাতে উদ্ধার দুই লক্ষ টাকার জাল নোট, ভারত-বাংলাদেশ সীমান্তে কালিয়াচক থানার অন্তর্গত চরিঅনন্তপুর এলাকায় জওয়ানেরা ডিউটি চলছিলো।সে সময় কোম্পানি কমান্ডারের শ্রী অনিল হটকার কাছে, গোপন সূত্র খবর আসে  চরিঅনন্তপুর এলাকায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করানো হচ্ছে জাল নোট  সেই খবর পেয়ে জওয়ানদের সতর্ক থাকার জন্য বলা হয়।ইতিমধ্যে সকাল এগারোটা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্ত বর্ত্তী এলাকায় তার ঘেরার ওই পারে সন্দেহ জনক ভাবে এক যুবকে দেখতে পাই জওয়ানরা তরিঘরি তার কাছে যেতেই তারকাটা পার করে ভারতের সিমান্তে একটি প্যাকেট ছুরে দেওয়ার পরেই পালিয়ে যায় ওই যুবক।প্যাকটি উদ্ধার করে বিএ এস এফের জওয়ানেরা খুলে দেখা পরে সুত্রে খবর অনুযায়ী দুই লক্ষ টাকার জান নোট উদ্ধার হয়। বর্তমানে সেই জাল নোট গুলি গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বর্তমানে জালনোট পাচারে সাথে কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার অনিল হটকার বলেন সীমান্ত বর্ত্তী এলাকায় নজরদারি চলছে কড়া ভাবে এই জাল নোট পাচারের সাথে কে বা কারা জরিত তদন্ত শুরু করা হয়েছে।





Others News